মতলব উত্তরে প্রশাসনের উদ্যেগে মে দিবস পালিত


মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ১লা মে সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বর্ণাঢ্যর্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদের সম্মুখ থেকে বটতলায় গিয়ে শেষ হয়।
এসময় এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
তিনি বক্তৃতায় বলেন, শ্রমজীবী মানুষ শ্রমিকরাই আমাদের গর্ব। তারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তারা আমাদের সমাজ তথা রাষ্ট্র উন্নয়নের চাবিকাঠি। অনেক সময় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে। সময় মত টাকা পেতোনা, কাজ করতে হতো ১২ ঘন্টা সময় নিয়ে। তাদের এই অধিকার বাস্তবায়নের জন্য ১৮৮৬ সালে যুক্ত রাষ্ট্রের শিকাগো হে মার্কেটে শ্রমিকরা এক হয়ে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করার সময় পুলিশের প্রতি অজ্ঞাতনামা বোমা নিক্ষেপ করা হলে এসময় পুলিশের গুলিতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ থেকেই আন্তর্জাতিকভাবে সারা দেশে আজ মে দিবস পালন করা হয় এবং এ দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মান কমিটির সাধারণ সম্পাদক নাজির ভান্ডারী, গজরা ইউনিয়নের শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মান কমিটির সহ-সভাপতি মোঃ শাহআলম প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন