চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার


চাঁদপুরে দেশীয় অস্ত্র সহ তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রিফাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। বুধবার দুপুরে শহরের স্বর্ণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেঃ জাবেদ হোসেন।
এসময় তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আজ দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা নামক স্থান হতে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রিফাত (২০)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির থেকে ২টি হকিষ্টিক, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চেইন হুইল, ৫টি তরবারি, ১১টি রড পাইপ, ১টি পাইপ রেঞ্জ, ২টি স্ক্রু ড্রাইভার এবং ১টি প্লাস উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন