কচুয়ায় প্রান্তিক কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা


কচুয়ায় পানি ব্যবহারের সুষ্ঠু এবং কার্যকর ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিএডিসির সেচ পাম্পের প্রান্তিক কৃষকদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সেচ বিভাগের কচুয়া উপজেলা বিএডিসির অফিসের আয়োজনে বাংলাদেশের পুষ্টি উদ্যোক্তা ও স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তরের বিষয়কের “দক্ষ সেচ ব্যবস্থাপনা” বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার কৃষক ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরা। বিএডিসির চাঁদপুর জেলা সহকারী উপকৌশলী খলিলুর রহমানের সভাপতিত্বে ও কচুয়া বিএডিসির অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএডিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
প্রশিক্ষণে বিশেষজ্ঞরা সেচ ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি, পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থায় বিভিন্ন সংকট ও তা সমাধানের কৌশল এবং কৃষিতে পানি ব্যবহারের সঠিক পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা করেন।
আপনার মতামত লিখুন