নারায়ণপুরে মাদক বিরোধী মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

মতলবের নারায়ণপুর রসুলপুরে মিনি ক্রিকেট মেগা ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেছেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদক ও সমাজের অপরাধমুলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার প্রতি মনোনিবেশ করে গড়ে তুলতে হবে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রসুলপুর পূর্ব পাড়া যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী টিভি কাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শুক্রবার রাতে বদরপুর রসুলপুর মাঠে মেগা ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতলাব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপাধি উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মানিক মাহমুদ, মাহবুব মিয়াজী হেলাল আব্বাসী, আশিকুর রহমান, মিলন মুন্সি, জাহাঙ্গীর আলম, কিরণ প্রধান, হুমায়ুন প্রধান প্রমুখ।
খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেছেন বাবু মুন্সী, রাকিব প্রধান, তপু দাস,শুভ মন্সী,তানভীর মুন্সি, শিহাব, আহাদ, নোমান।
মেগা ফাইনাল মিনি ক্রিকেট টুর্নামেন্টে এক রানে কচুয়া বন্ধু মহল স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জোড়পুল যুব স্পোটিং ক্লাব বিজয় লাভ করে। পরে অতিথিবৃম্দ পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন