খুঁজুন
রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ, ১৪৩২

মতলবে ৫০২ পিচ ইয়াবা সহ আটক এক

মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
মতলবে ৫০২ পিচ ইয়াবা সহ আটক এক

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জাফর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৫০২ পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছে। ১০ মে উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউপির দক্ষিণ গাজীপুর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোঃ রেজাউল করিম (২৫)কে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে ৫০২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার অনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার ৬শ’টাকা। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সব দিক পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এসব তথ্য জানিয়েছেন।

গত ৭ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদ। এরপরই তার দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও প্রশ্ন ওঠে। এ ঘটনায় এরই মধ্যে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শাহজালাল বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব পালনে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করবে তদন্ত কমিটি।

তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটির দেওয়া নির্দেশনাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে।

কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

“চাঁদপুর হবে দেশের গর্ব, আমরা সবাই ঐক্যবদ্ধ” এই স্লোগানকে ধারন করে গঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার চাঁদপুর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে এইচএম জাকির হোসাইনকে আহবায়ক, মুহাম্মদ আল আমিন মিয়াজীকে যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম সিফাতকে সদস্য সচিব, রাকিব হাওলাদার, রোকোনুজ্জামান রোকন, আল আমিন মিজিকে সদস্য ও মাহমুদা আক্তারকে নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত আহবায়ক কমিটি জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ সদস্যদের তালিকা প্রস্তুতকরণ, স্থায়ী কমিটি গঠনের জন্য নির্বাচনী প্রক্রিয়া নির্ধারণ ও সাধারণ সভা আহ্বান এবং নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে পুলিশ আহত, আটক দুই

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে পুলিশ আহত, আটক দুই

Oplus_131072

চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ ক্বারী ও সোহাগ ক্বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। এর আগে শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়ীর মৃত বিল্লাল ক্বারীর ছেলে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী। শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় এসআই (উপ-পরিদর্শক) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-২৮।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে মাদক মামলা নং-৩১, (জি আর ১২০) ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ ক্বারীকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপর হামলা করে আসামী সবুজ ক্বারীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আসামী পক্ষের লোকজনের হামলায় এসআই শফিকুল ইসলাম ও কন্সটেবল জাকির হোসেন গুরুত্বর আহত হয়।

শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে আসামীদের ধরতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, গত ৩ দিন পূর্বে থানার একটি চৌকস টিম ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ ক্বারীকে গ্রেপ্তার করতে যায়। এ পর্যায়ে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারীসহ কয়েকজন পুলিশ কে হেনস্তা করে। পরবর্তীতে গতকাল পুনঃরায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সবুজ ক্বারীর বিরুদ্ধে মাদক ও মটর সাইকেল চুরিসহ ৭ টি এবং তার ভাই সোহাগ ক্বারীর বিরুদ্ধে মটর সাইকেল ও বসতঘরে চুরিসহ ২ টি মামলা রয়েছে। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।