চাঁদপুরে ৩৬ উদ্যোক্তাদের নিয়ে জমে উঠেছে বৈশাখী মেলা


চাঁদপুরের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৬ জন নারীর উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে বৈশাখী মেলা চাঁদপুর ইউমেন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও জেলা প্রশাসনের সহ বিশ দিনব্যাপী চলার কথা জানিয়েছেন ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি পাপড়ি বর্মন।
বুধবার মেলা প্রাঙ্গণে ঘুরে ৩৭ স্টলেই বেশ জমজমাট ক্রেতা সাধারণের আনাগোনা লক্ষ্য করা যায়। বিশেষ করে সন্ধ্যার পর দর্শনার্থীদের মন ভিড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।
এ সময় মেলায় ঘুরতে আসা একজন দর্শনার্থী রাজিয়া বেগম জানান এবারের বৈশাখী মেলা একটু আনন্দ এবং স্বস্তির মেলায় লক্ষ্য করছি আমি খুব আনন্দিত যে মহিলা উদ্যোক্তাদের নিয়ে এই মেলা চলছে এতে সমাজে পুরুষের পাশাপাশি মহিলারাও স্বাবলম্বী হবেন বলে তিনি বিশ্বাস করেন।
আরেকজন দর্শনার্থী মোঃ মুসা জানান, আমি প্রতিবছরের ন্যায় এবারও পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসেছি এবারের মেলায় একটি সুন্দর পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বস্তিবোধ করেন তিনি।
চাঁদপুর উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরা বেগম বলেন, এবারের বৈশাখী মেলাটি একেবারেই নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চলছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত নারীদের প্রমোট করা। আমি এ ব্যাপারে চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি নারীদের প্রমোট করার জন্য আমাদের এবারের বৈশাখীর মেলার মত একটি সুন্দর আয়োজনের সুযোগ করে দিয়েছেন। এবারের মেলাকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করার জন্য সকলের সহযোগিতা চান তিনি।
উল্লেখ্য শনিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ২০ দিন ব্যাপী বৈশাখী মেলার ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
আপনার মতামত লিখুন