বাবুরহাটে আজম খানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য আজম খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাবুরহাট স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহনেওয়াজ খান, বিএনপি নেতা এমদাদুল হক মিলন, মোঃ ইউনুছ মেম্বার, যুব যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক ছাত্রনেতা সুকুর রায়, চাঁদপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা, যুবনেতা সাগর মজুমদার।
অনুষ্ঠানে প্রায় হাজার লোক অংশগ্রহণ করেন।
এসময় বাবুর হাট বাজারের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে এই ইফতার পৌছে দেয়া হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালা জামে মসজিদের ঈমাম মুফতি ফারুক আহমেদ।
আপনার মতামত লিখুন