খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করচেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালী উল্লাহ।

চাঁদপুরের জেলা প্রশাসক বলেছেন, যারা সমাজের জন্য কাজ করেছেন। এখন আর আমাদের মাঝে নেই তাদের স্মরণে দোয়া ও আলোচনা একটি মহৎকাজ। গুণী মানুষদের প্রয়াত হলেও সবসময় স্মরণ করা প্রয়োজন। এতে অন্যরাও সমাজের জন্য কাজ করতে উদ্ভুদ্ধ হয়। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের দুজন প্রয়াত সদস্যের স্মরণে যে আয়োজন করেছে এজন্য বিশেষ ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন। বৃহস্পতিবার চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী উত্থানের সহযোগিতা করা হচ্ছে গুজব সৃষ্টি করা বা ভিত্তিহীন সংবাদ ছড়ানো। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি। টেলিভিশন ফোরাম সাংবাদিক নেতৃবৃন্দের কাছে তিনি আহবান জানান যে সংবাদ প্রচারে জেলার অপপ্রচার হয় সেসব সংবাদ যেন না প্রচার করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খান, জেলা জামাতে ইসলামী সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রদান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জামাতের পৌর কমিটির আমির মোঃ শাজাহান খান, গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাবেক টেলিভিশন ফোরাম সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এশোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদি, চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর কণ্ঠ পত্রিকা প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনোয়ার কানন, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন মিলনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে চাঁদপুরের প্রয়াত সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদ ও ইকরাম চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রমজান মাস উপলক্ষে টেলিভিশন ফোরাম কর্তৃক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
আয়োজিত দোয়া অনুষ্ঠানে চাঁদপুরের টেলিভিশন সাংবাদিক ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলার আয়োজনে আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ এবং সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ অ্যাড. মামুন হোসেন মিয়াজী।

ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. নাজিমুল্লা বাপ্পি, অ্যাড. দেলোয়ার হোসেন প্রধানিয়া ও ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী সমিতির অন্যন্যা সিনিয়র সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

 

গাঁজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
গাঁজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারী মহিলা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদল নেত্রী মাহমুদা আক্তার, সাদিয়া আক্তার, খাদিজা আক্তার, জুলেখা, নাসিমা আক্তারসহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন। আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি। এছাড়া বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়।

চাঁদপুরে যৌথ বাহিনী চেকপোস্টে ২৬৩ যানবাহন তল্লাশি, ১৮ চালকের জরিমানা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
চাঁদপুরে যৌথ বাহিনী চেকপোস্টে ২৬৩ যানবাহন তল্লাশি, ১৮ চালকের জরিমানা

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সড়ক ও পরিবহন আইন না মানায় ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ী ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ী ও মোটর সাইকেল চালকের কাছ থেকে ৩০ হাাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটর সাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।