ছেংগারচরে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ


চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের আধুরভিটি ও ঠাকুরচর গ্রামে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় তারা স্থানীয় জনগণের হাতে হাতে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র পৌঁছে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, যুবদল নেতা মুজাম্মেল কাজি আক্তার দর্জি, জিয়াউর রহমান, এরশাদ, নুরুল হুদা, ছেংগারচর পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো: নূরে আলম (নিঝুম), ছাত্রদল নেতা তানভীর হোসেন, হাসান ঢালী, অপূর্ব শাকিল, নাফিজ মজুমদার, রাতুল প্রধান রাফসান রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ভোট ডাকাতির রাজনীতির অবসান ঘটাতে হলে মাঠে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। তানভীর হুদা ভাইয়ের নেতৃত্বে মতলব উত্তর ও দক্ষিণে বিএনপি সংগঠিতভাবে জনগণের পাশে আছে।
তারা বলেন, বিএনপি এখন আর কেবল রাজনৈতিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি গণঅধিকার পুনরুদ্ধারের আন্দোলন। ৩১ দফার প্রতিটি ধারা জনগণের কল্যাণে রচিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে।
বক্তারা তানভীর হুদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি মাঠে থেকে যে সাহসিকতার সঙ্গে দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, তা মতলবের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শেষে নেতৃবৃন্দ জনগণকে আহ্বান জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন।
আপনার মতামত লিখুন