‘বিজয়ীর’ উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন


চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সহযোগিতায় মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ‘বিজয়ী’ এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।
বৃহস্পতিবার পুরান বাজারের ১নং ওয়ার্ডের ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসায় ছবক অনুষ্ঠানে বিজয়ীর পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী (কায়দা, আমপারা, কোরআন শরীফ, রেহাল, গিলাব) বিতরণ করা হয়েছে।
উক্ত ছবক অনুষ্ঠানে ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরী এর পরিচালনায় ছাত্র ছাত্রীদের মাঝে ছবক প্রদান করেন এবং দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা হোসাইন আহমেদ সাহেব পেশ ইমাম ৫ নং ফেরী ঘাট জামে মসজিদ।
এ সময়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে মানুষের মৌলিক চাহিদার মূল বিষয় কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। বিজয়ী হাতেকলমে বিনামূল্যে নানা রকম প্রশিক্ষন দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছে। যার ফলে ঘরে বসেই নানা রকম পন্য সামগ্রী তৈরি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পাড়া মহল্লা ভিত্তিক মেডিকেল ক্যাম্প করে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। তার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করে লেখা পড়া করার উৎসাহ বাড়াতে কাজ করছে বিজয়ী। এছাড়া নানা রকম সামজিক কাজে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের টিম বিজয়ী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, মাদ্রাসার শিক্ষক মন্ডলি, অভিভাবক, বিজয়ী এর ভলেনটিয়ার বর্ষা আক্তার, কান্তা, সাহারা আক্তার সহ বিজয়ীর নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন