চাঁদপুর-২ আসনে জিওপি’র মনোনয়ন উত্তোলন করলেন ইসমাইল হোসেন সুমন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতিকে) মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন উত্তোলন শেষে হোসেন সুমন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনের পাশাপাশি তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনস্বার্থে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন। এই আসনের মানুষের আশা-আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি নির্বাচনী মাঠে নামছি। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক মানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবে।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনটি চাঁদপুর জেলার মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি বিকল্পধারার নেতৃত্বের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
আপনার মতামত লিখুন