রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা


চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হানিফ কাকন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব পীরজাদা মো. জুনায়েদ উল্যাহ খান।
৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলেরু আহ্বায়ক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় আমন্ত্রীত মেহামানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দীন পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সদস্য জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক মো. হাসিম গাজী, সোহেল মৃধা, মহিন উদ্দিন রুবেল, জাহিদুল ইসলাম নোমান, শাহ আলম হাওলাদার, আবু সুফিয়ান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদির মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান ফরাসী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জুলহাস হোসাইন, সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহাদী হাসান প্রমুখ।
পরিচিতি সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন