চাঁদপুরে ‘অন্তরে মম শহীদ জিয়া’ কার্যালয় উদ্বোধন


চাঁদপুর সদর উপজেলায় ‘অন্তরে মম শহীদ জিয়া’ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ দাসদী ১৪ নং ওয়ার্ডে এ কার্যালয়ের উদ্বোধন করেন নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ কাউছার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, বিএনপি এমন একটা দল যে দলে কোন সন্ত্রাসী নেই। সন্ত্রাসী যারা ছিল তারা ৫ই আগস্টের পরে দেশ ত্যাগ করেছে। তাই আপনারা দলের প্রত্যেকের মিলেমিশে কাজ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মিলেমিশে কাজ করে জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করবেন। ঠিক তেমনিভাবে তারেক জিয়া নির্বাচনের আগে সময় মত বাংলাদেশে আসবেন। আপনারা নিজেরা নিজেরা বিভক্ত হবেন না, এক হয়ে কাজ করবেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা অন্তরে মম শহীদ জিয়ার সাধারণ সম্পাদক তারেক হোসেন।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোহসিন গাজী, সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রবাসী হোসেন গাজী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ রুবেল হোসেন, হাসান আব্দুল্লাহ প্রমুখ।
আপনার মতামত লিখুন