জেলা মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের বড়স্টেশনে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মৎস্য পোনা অবমুক্তকরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল।
চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক বাদল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওচমান খান, পৌর ছাত্রদল সাবেক আহ্বায়ক মামুন খান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তারুণ্যে অগ্রদূত। তার নির্দেশেই এই মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এমন একজন নেতা পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রাজিব দাসসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন