কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ


রাজধানীর কাকরাইলে শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিলে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাকমীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে সাচার বাজাওে হামলাকারীদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।
সাচার পুরো বাজারে বিক্ষোভ শেষে সুরমা বাস কাউন্টারে হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি শরীফুল আজম, গনঅধিকার উপজেলা শাখার নেতা সালাউদ্দিন-শি, উপজেলা সভাপতি ডা. নুরুল হুদা ভূঁইয়া আফসারী, সাধারন সম্পাদক এস.আই সাইদুল ইসলাম ও ছাত্র অধিকার কচুয়া শাখার সভাপতি মো. আবু সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাইম ব্যাপারী, কচুয়া উত্তর ছাত্র শিবিরের সভাপতি তৌতিফ ওমর ফাহিম ও গণতান্ত্রিক ছাত্র নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন