চান্দ্রা ইউনিয়ন বিএনপির সদস্য ফ্রম সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান


চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য ফ্রম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার বিকেলে বাংলা বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক এড. মনিরা চৌধুরী।
এসময় তিনি বলেন, ফেসিস্ট সরকারতো চলে গেছে কিন্তু তাদের দোসর রয়ে গেছে,তারাই আমাদের দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমাদের বদনাম করছে। আপনারা তাদেরকে চিহ্নিত করে ধরিয়ে দিবেন এবং তাদের থেকে সতর্ক থাকবেন। আমাদের বিপদে-আপদে সুখে দুঃখে এতদিন আমাদেরকে যিনি আগলে রেখেছে সেই মানিক ভাইকে ছেড়ে আমরা কোথাও যাবো না। তাই মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এই ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানিক ভাইয়ের সালাম পৌঁছে দিবেন। এই ইউনিয়নে কোন দুষ্কৃতিকারীর কোন প্রকারের আস্তানা হবে না। আপনারাও তাদেরকে জায়গা দিবেন না।
ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন মিন্টু মাঝির পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য শরীফ হোসেন, নাসরিন আক্তার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্যাহ খান।
আরো বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম মাস্টার, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, সাবেক সভাপতি ইউসুফ গাজ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মল্লিক, কৃষক দলের সভাপতি সফিক পাটোয়ারী, শ্রমিক দলের সদস্য সচিব ইমাম গাজী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন