রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতলব উত্তরে উঠান বৈঠক


বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও দেশের পুনর্গঠনের জন্য জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে মৈশাদী গ্রাম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের বিএনপি নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।
তানভীর হুদা বলেন, তারেক রহমান ২০২৩ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা উপস্থাপন করেছিলেন, সেটিই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সংস্কার ও পুনর্গঠিত করা সম্ভব। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে ধাপে ধাপে এ ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের অর্থনীতি, মানবাধিকার ও মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করে দিয়ে গেছে। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।
অতীতের দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে এক বছর আগেও আমরা কোথাও সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হতো। কিন্তু আজ আমরা জনগণের কাছে যেতে পারছি।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে এনসিপি ও জামায়াতে ইসলামী পিআর সিস্টেমের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের দোসররা ইন্ডিয়ায় বসে পার্টি অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান।
উঠান বৈঠকগুলোতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি ঝর্ণা আক্তার, ছেংগারচর পৌর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির নেতা গিয়াস উদ্দিন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, গজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছানা উল্লাহ, বিএনপি মালু প্রধান, সবুজ প্রধান, ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি শাহ আলম সরকার, যুবদল নেতা রেজাউল করিম রিপন, রজ্জব আলী, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন