শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। গ্ৰামের খাল বিলে অথবা নিজস্ব পুকুরে মাছ উৎপাদনে কোন রকম সমস্যা তৈরি না করলে আমরাই উপকৃত হবো, রাষ্ট্র সমৃদ্ধ হবে। তাই মাছের অবাধে বিচরণ করার সুযোগ আমাদেরকে করে দিতে হবে। মাছ আমাদের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল হাসান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে ৩ জন মৎস্য চাষি, পোণা উৎপাদনে নেয়ামত উল্ল্যাহ, কার্প জাতীয় মাছ চাষে মো: রাসেল ও আধুনিক মৎস্য চাষে মো: হুমায়ুন কবিরকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন