মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
শাহরাস্তিতে এসিল্যান্ড নিরুপম মজুমদারকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা


শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারকে বিদায় জানালো শাহরাস্তি প্রেসক্লাব। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
চলতি বছরের নিরুপম মজুমদার শাহরাস্তিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি ভূমি অফিসে স্বচ্ছতা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সংস্কারকাজ করেছেন। সম্প্রতি তিনি লক্ষ্মীপুর জেলায় বদলি হয়েছেন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য বলেন, আমি অল্প সময়ের কিছু কাজ শুরু করেছিলাম, যা পুরোপুরি শেষ করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি, আপনারা সেই কাজগুলো আগামীতেও এগিয়ে নেবেন। সাংবাদিকদের সঙ্গে এই সম্পর্ক আমি ধারন করব।
এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সদস্য মোঃ রুহুল আমিন তরুণ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহবুব হাসান বাবলু, সদস্য ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান হামজা, সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন এবং শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোসেন হৃদয় সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন