রামপুরে বিএনপির উপদেষ্টা আজম খানের লিফলেট বিতরণ


চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আজম খান লিফলেট বিতরণ ও পথসভা করেন। শনিবার বিকেলে রামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
মনিহার, কামরাঙ্গা বাজার, বদরখোলা বাজার, ছোট সুন্দর, আলগি পুলেরগোড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে হাজার হাজার নেতা কর্মী এই জনসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় তিনি বলেন, এখন সময় এসেছে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আমি আমার নিজের অধিকারের কথা বলতে পারি, তোমাদের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে দেশের অনেক কিছু। এখনই সময় রাষ্ট্রের চিত্র জেনে নাও, বুঝে নাও। তোমাদের হাতেই আজ ইতিহাস গড়ার সুযোগ, ৩১ দফা জানো, বিশ্বাস করো, সমর্থন করো। এই সংগ্রাম রাষ্ট্র মেরামতের, এবার লক্ষ্য জনগণের অধিকার ও সম্মান পুনরুদ্ধার। এটা শুধু আন্দোলন নয় এটা জনগণের মুক্তির অভিযান।
৩১ দফার পক্ষে থাকুন, ন্যায়ে পক্ষে থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন,তারেক রহমানের পক্ষে থাকুন।
তিনি আরো বলেন, আমরা এমন শাসক চাই যে শাসক আসলে আমাদের সন্তানরা সুশিক্ষিত হবে, নিরাপদে স্কুলে যেতে পারবে এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহনাজ খান, চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক এমদাদুল হক মিলন, যুব দলের নেতা তুষার খান, শাহাদাৎ খান, বাবুল মৃধা কালু, রামপুর ইউনিয়নের বিএনপি নেতা কবির হোসেন, কামাল হোসেন, হান্নান মিয়া, রফিক,ডাক্তার ও ইব্রাহিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগন।
আপনার মতামত লিখুন