নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার কারণ মাদক ও মোবাইল


বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, নতুন প্রজন্ম বিপদের সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইল এবং মাদক। এই দুটি থেকে সন্তানদেরকে দূরে না রাখতে পারলে পুরো পরিবারেই ধ্বংস হয়ে যায় এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িত হয়।
শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্তানদেরকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদেরকে সর্বোচ্চ সর্তকতা এবং ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, পেশাগত কারণে আমরা অনেকেই ঢাকায় থাকছি। যখন দেখি মতলব উত্তর উপজেলায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয় তখন খুবই খারাপ লাগে। এসব অপরাধমূলক কার্যক্রম আমাদেরকেই প্রতিরোধ করতে হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরো বলেন, একটি ভালো সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা। এজন্য সর্বপ্রথম আমাদের মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন ভালো মা একজন ভালো সন্তান জন্ম দিবে। আর ওই ভালো সন্তান তার পরিবার সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলো ছড়ায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে। রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়ানো যাবে না।
বোরহানউদ্দিন বলেন, আমি এই কলেজের নবগঠিত কমিটির সভাপতি হলেও কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন অধ্যক্ষ সহ শিক্ষকরা। উনারা এখনো আন্তরিক। আশা করি আরও দায়িত্বশীল হবেন। তাদেরকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে। পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসী এই কলেজের উন্নতির জন্য সহযোগিতা করবেন বলে আমি আশা করছি।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ।
আরো বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আতাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মো. বোরহান উদ্দিন সহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন