প্রকৃত পরিবর্তনের আশায় জনগন ইসলামী ফ্রন্টের দিকে তাকিয়ে আছে


বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাই আমাদের লক্ষ্য এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় বক্তারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী ফ্রন্টের ভুমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ।
তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে প্রতিটি কর্মীকে আদর্শিক শিক্ষা, নৈতিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীল হতে হবে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশে জান-মালের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুস্থ রাজনৈতিক পরিবেশ অনুপস্থিত। জনগণ প্রকৃত পরিবর্তনের আশায় ইসলামী ফ্রন্টের দিকে তাকিয়ে আছে।
সভায় “পিয়ার পদ্ধতি” প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ ব্যবস্থাকে সমর্থন করি। জনমতের ভিত্তিতে যদি এই পদ্ধতি চালু হয়, তাহলে অর্থবল বা প্রভাবশালী শক্তির দৌরাত্ম্য কমবে। প্রকৃত জনপ্রতিনিধি উঠে আসবে এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এইচ এম শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল বাকী, ইসলামী ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন রাকিব।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি এমন এ রফিকুল ইসলাম।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের ফ্রন্ট নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন