চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ


প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুলতান মাহমুদ।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আর কোন নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান হতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে প্রয়োজনীয় সংস্কার ও বিচার ছাড়া যেন তেন কোন নির্বাচন করতে পারবে না। নতুন বাংলাদেশের জন্য যেভাবে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, ঠিক সেভাবে বৈষম্যহীন আগামী বাংলাদেশের জন্য আবার প্রয়োজনে রাজপথে নেমে আসবে।
তিনি আরো বলেন, দেশের গণমানুষের দাবি হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এই দাবিকে উপেক্ষা করে কোন নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদের জন্ম হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাসেদ সানী।
চাঁদপুর সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাছিরুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন বায়েজিদের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোত্তালেব।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একটি প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন