পুরান বাজার গাছ ভেঙে বসতিতে পড়ার আতঙ্কে বাসিন্দারা


চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশাল আকৃতির সরকারি ৩টি গাছ ভেঙে বসতিতে পড়ার আশঙ্কায় এবং ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মমিনবাগ এলাকার ৭টি পরিবার সব সময় আতঙ্কে থাকেন।
মঙ্গলবার সরেজমিন ওই স্থানে গিয়ে দেখা গেছে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ খুবই ঝুঁকিতে রয়েছে। ওই গাছটির নীচের অংশে কোন মাটি নেই। যে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে গাছটি ভেঙে বসতিতে পড়ার সম্ভাবনা বেশি। এছাড়াও একই এলাকায় আরো দুটি বড় রেইনট্রি গাছ রয়েছে। সেগুলো একই অবস্থা।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আমিনুল হক মিয়া বলেন, ব্রিজ সংলগ্ন গাছটি নিয়ে খুবই দুঃশ্চিন্তায় রয়েছি। প্রাকৃতিক দুর্যোগ আসলে যে কোন সময় গাছটি ভেঙে আমার বসতিতে পড়তে পারে। রাতের বেলায় ভেঙে পড়লে ঘরে থাকা লোকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তিনি আরো বলেন, আমার জানামতে এসব গাছ সরকারি জায়গায়। আমি অনুরোধ করবো গাছগুলো সরকারি খরচে যেন কেটে নেয়। আর অনুমতি দিলে আমরা খরচ দিয়ে গাছগুলো কাটার ব্যবস্থা করতে পারবো। ঝুঁকিপূর্ণ এলাকায় ৭টি পরিবারের লোকজন বসবাস করে।
এদিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে ব্রিজ সংলগ্ন সংযোগ সড়কটির নীচের মাটি ও ব্লক সরে গেছে। অতিবৃষ্টির কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবী ঝুঁকিপূর্ণ গাছটিসহ অন্য গাছগুলো সরকারি সংশ্লিষ্ট দপ্তর কেটে নেয়ার জরুরি ব্যবস্থা করবে।
আপনার মতামত লিখুন