শহরের মাঠ উন্মুক্ত ও খেলাধুলার পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি


চাঁদপুর শহরের মাঠসমূহ উন্মুক্তকরণ, দখলমুক্ত রাখা এবং খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোদের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর হলেও খেলাধুলার উপযুক্ত মাঠের সংখ্যা অপ্রতুল। শহরের শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার পরিবেশ জরুরি হলেও অনেক মাঠ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে বা ছোট দোকান ও ফেরিওয়ালাদের দখলে রয়েছে।
প্রাথমিকভাবে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, আউটার স্টেডিয়াম এ তিনটি মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোর ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব জানানো হয়।
স্মারকলিপিতে আগামী ৪ মাসের মধ্যে মাঠগুলোর দখলমুক্তকরণ, নিরাপদ প্রবেশপথ, খেলার সরঞ্জাম স্থাপন এবং প্রাথমিক অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন, মাসিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন এবং মাঠ ব্যবহারের নিয়মিত মূল্যায়ন ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে।
এলাকার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহমেদ, যুবশক্তি কেন্দ্রীয় সদস্য সচিব ইসমাত জাহান বিন্দু, জেলা যুবশক্তির সংগঠক আব্দুল্লাহ আল রেদওয়ান প্রমুখ।
সংগঠকরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপে চাঁদপুরের মাঠগুলো শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও সৃজনশীল কর্মকাণ্ডের স্থানে পরিণত হবে।
আপনার মতামত লিখুন