মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার কবর জিয়ারত


মতলব উত্তর উপজেলার তরুণ বিএনপির উদ্যোগে এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভির হুদার নির্দেশে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
শুক্রবার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি এলাকায় অবস্থিত মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
তরুণ বিএনপির আয়োজনে তানভির হুদার নেতৃত্বে কবর জিয়ারতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদি প্রবাসী মোঃ জিলানী আহমেদ (বাবু), মালয়েশিয়া প্রবাসী মাহফুজ বকাউল এবং সিঙ্গাপুর প্রবাসী রায়হান উদ্দিন — তিনজনই মতলব উত্তর উপজেলা যুবদলের নেতৃস্থানীয় কর্মী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাবেক যুবদলের সহ-সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ছগির।
দোয়া মাহফিলে নেতারা বলেন, মরহুম নুরুল হুদা ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের এক সাহসী যোদ্ধা এবং গণমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। তার আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদল কর্মী মোঃ নাদিম ভূইয়া, ৫নং দুর্গাপুর ইউনিয়নের ছাত্রনেতা আবির আহমেদ (জাহিদ), ফতেপুর ইউনিয়ন যুবদলের মোঃ শাকিল বেপারী, ফরাজী কান্দি ইউনিয়ন যুবদলের মোঃ আব্দুল আলী, জহিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের মোঃ ইব্রাহিম এবং অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ।
মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন