মতলবে বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর ছেলের মৃত্যু


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা মো. আবুল হাসেম খান (৬০) এর মৃত্যুর ৪ ঘন্টা পার ছেলে মো. সোলেমান খান (৩০) ও মৃত্যু বরণ করেন।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তাঁর বাবা মো. আবুল হাসেম খান (৬০)। ২৮ জুলাই সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন আবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় মারা যান তিনি।
অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে তাঁদের পরিবার নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়েছে।
মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খানের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান বড়। মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে সোলেমানের দর্জি দোকান ছিল। তাঁর আয়েই সংসার চলত বলে জানিয়েছেন স্বজনেরা।
সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারাইলাম। এই কষ্ট ও শোক ক্যামনে সহ্য করুম। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত।
আপনার মতামত লিখুন