খুঁজুন
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ়, ১৪৩২

সড়কে নির্মাণ কাজ করতে গিয়ে কচুয়ায় বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
সড়কে নির্মাণ কাজ করতে গিয়ে কচুয়ায় বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে দুলাল হোসেন খান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ওই সড়কের ডুমুরিয়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন চাঁদপুর সদর বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শকে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

স্থানীয়রা জানান, সড়ক নির্মাণ কাজে বৈদ্যুতিক তার ব্যবহার করায় শ্রমিক দুলাল মিয়া পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শকে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়।

কচুয়া থানার অফিসার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আজ থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় একজন শহীদ বাবার প্রশ্নে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আমরা বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।

তিনি বলেন, আমি আজ থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের গণতন্ত্র ও অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, জনগণের বিপরীতে অবস্থান নিয়েছিল।

আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেবো না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এখানে যে শহীদের বাবা প্রশ্ন তুলেছেন তার সঙ্গে মিলিয়ে আমরাও অন্তর্বর্তী সরকারের কাছে একই প্রশ্ন করতে চাই।

শহীদদের বিচারের ব্যাপারে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপি, যুবদল, ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি ছাড়াও অনেক দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। এমনকি নিরপেক্ষ অনেক মানুষও শহীদ হয়েছেন দেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে। আগামীতে বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে এসব হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে। এ বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ নেবে বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

কোনো বোমা পাওয়া যায়নি, ফেইক কল ছিল: বিমানের জিএম

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
কোনো বোমা পাওয়া যায়নি, ফেইক কল ছিল: বিমানের জিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির পর ওই ফ্লাইটটিতে ব্যাপক তল্লাশি চালান সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এরপর ওই বিমানে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর।

শুক্রবার তিনি বলেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায় নি, এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

এর আগে শুক্রবার বিকেলের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডুগামী ওই ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া যায়। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।

বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে তার কিছু সময় আগে বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়।

সে সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানান, একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে। এ ছাড়া কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।

বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় সাংবাদিক ক্লাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ঝন্টু দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুভাষ মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা খোকন পোদ্দার, সহ-সভাপতি চন্দন দত্ত, টুটুল চক্রবর্তী, সম্পাদক শান্ত মাষ্টার, সুনিল দাস, রতন দত্ত, সাংগঠনিক সম্পাদক বিকাশ প্রধান, অর্থ সম্পাদক মেঘনাদ কর্মকার, প্রচার সম্পাদক জীবন সরকার, সাংস্কৃতিক সম্পাদক দুলাল ঘোষ, ভাসান ঘোষ, সাংবাদিক নারায়ণ রবিদাস প্রমূখ।