হাজীগঞ্জ স.ম.প. হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া


বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অত্র প্রতিষ্ঠানের হলরুমে এইচএসসি ও বিএম শাখার পরীক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ মো. আবু সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।
প্রভাষক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী মো. ইব্রাহিম।
এর আগে এদিন সকালে বিদ্যালয় মসজিদে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।
এ সময় অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন