হাজীগঞ্জে চাউলকান্ডে মানববন্ধন
৪৮ ঘন্টার মধ্যে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবী


হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে উদ্ধারকৃত চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাঁয়চৌ বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণের দাবী করেন বক্তারা। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য রাখেন, মো. বিল্লাল হোসেন, শাহ আলম ভুট্টু, জহিরুল ইসলাম, মাসুম চৌধুরী, আব্দুল করিম, দিদার হোসেন মিন্টু ভূঁইয়া, বিল্লাল হোসেন হেফাজত।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব অযোগ্য। তার আমনে পরিষদ অনিয়মের সম্রাজ্যে পরিনত হয়। গতকাল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘরে ২০ বস্তা সরকারি চাউল পাওয়া গেছে। এ ঘটনায় চেয়ারম্যান দায় সারতে পারে না। ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে অপসারণ করতে হবে। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
এর আগে বুধবার সকালে ইউনিয়নের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করে পরিষদে নেওয়া হয়। এ ঘটনায় গ্রাম পুলিশ স্বপন সাহাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।
আপনার মতামত লিখুন