হাজীগঞ্জে ভাই বোনের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন


হাজীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে চরম অনিয়ম, জুলুম ও হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের মুন্সী বাড়ির তিন ভাই মোঃ ইমাম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ তোফাজ্জল হোসেন তাদের বড় ভাই মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও নানা অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
তাদের অভিযোগ, পৈত্রিক, হেবা ও ক্রয়কৃত সম্পত্তির সুষ্ঠু ভাগাভাগি না করে বড় ভাই আনোয়ার হোসেন একতরফাভাবে সেই জমি নিজের সন্তানের নামে দান করে দেন, যার ফলে তারা সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বঞ্চিত হন। বিভিন্ন সালিশ বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা চাচ্ছেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের সম্পত্তি নিয়ে বিচার চেয়েও বিচার পাচ্ছি না। বরং উল্টো আমাদের বিরুদ্ধে মামলা ও হুমকির মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই।
আরো জানা যায়, আনোয়ার হোসেন হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও তার ছেলে ইলিয়াস হোসেন সাদ্দাম, যিনি সেনাবাহিনীতে কর্মরত, তার নাম ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব খাটাচ্ছেন এবং একের পর এক জুলুম করে চলেছেন। এতে এলাকাবাসীও আতঙ্কিত।
সংবাদ সম্মেলনে এলাকার আরও দুই ব্যক্তি-মোঃ ওসমান গণি ও মোঃ মানিক- নিজেদের প্রতারিত হবার অভিজ্ঞতা তুলে ধরেন।
ওসমান গণি জানান, আমি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেছি, কিন্তু আনোয়ার ও তার ছেলে আমাকে সেই জমিতে যেতে দিচ্ছে না।
মানিক বলেন, আমি নূর বানুর কাছ থেকে ১.৫০ শতাংশ জমি কিনে ভোগদখল করতে পারছি না। সন্ত্রাসী কায়দায় আমাকে ভয় দেখাচ্ছে।
তারা বলেন, আনোয়ার হোসেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষ, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও জিম্মি করে রেখেছেন। মামলা, হামলা ও ভয়ভীতি তার প্রধান অস্ত্র। এছাড়াও আনোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন, মেহেদী হাসান ও আরমানও এসব কর্মকান্ডে জড়িত।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সকল সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে আমাদের কণ্ঠ যেন প্রশাসনের কর্ণগোচরে পৌঁছে। আমরা বিচার চাই, শান্তি চাই।
সাংবাদিক সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোঃ ইসমাইল হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ মানিক হোসেন, মোঃ তাজুল ইসলাম, শামসুন্নাহার, তাসলিমা বেগম সহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টাল এর কর্মরত সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন