খুঁজুন
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক, ১৪৩২

জুলাই থেকে কার্যকর

সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো সরকার। নতুন ট্যারিফ অনুযায়ী, সর্বোচ্চ কনটেনশন রেশিও ১:৮ ভিত্তিতে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবার মাসিক মূল্য হবে সর্বোচ্চ ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস ১ হাজার ১০০ টাকা। এ হার মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন— সবস্তরে সমানভাবে প্রযোজ্য হবে।

‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। এখন থেকে সারাদেশের গ্রাহকরা মাত্র ৪০০ টাকায় পাবেন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। আগে সমমূল্যের এ ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা।

বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, এ ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে ৫ বছরের জন্য বলবৎ থাকবে। পরবর্তী সময়ে বিটিআরসি নতুন ট্যারিফ ঘোষণা না করা পর্যন্ত এটি বলবৎ থাকবে। আইএসপিগুলোকে বিটিআরসির অনুমোদিত এ ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অতিরিক্ত বা ভিন্ন ধরনের সেবা চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া রাখা হয়েছে সেবার মান ও জরিমানার নিয়মও। বিটিআরসি গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান রক্ষায় চালু করেছে ‘গ্রেড অব সার্ভিস’ ব্যবস্থা। এর আওতায় যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা টানা ৫ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে সে মাসে বিলের ৫০ শতাংশ ছাড় পাবে। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫ শতাংশ এবং ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে দেশের সব জায়গায় গ্রাহকরা সাশ্রয়ী, মানসম্মত এবং একক মূল্যে ইন্টারনেট সেবা পাবেন। একই সঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট মান ও শর্ত মেনে সেবা দিতে বাধ্য হবে।

এদিকে, আইএসপিএবির নেতারা বলছে, সরকার নতুন যে ট্যারিফ নির্ধারণ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ক্ষেত্র বিশেষে এরচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। একই সঙ্গে সরকার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্যও নতুন ট্যারিফ নির্ধারণ করেছে।

ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

আনিসুর রহমান সুজন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।

বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাহী বাজার, চৌরঙ্গী বাজার, আমিরা বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

এসময়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে নির্ধারিত হবে, দেশ কোনপথে চলবে। স্বাধীনতার ঘোষক বহুদলিয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদের আদর্শ বিএনপি প্রতি মানুষের আস্থা রাখবে না অন্য কিছু। কিন্তু এদেশের মানুষ কখনো ভুল করবে না, কারণ তারা দেশে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা এদেশের মানুষের মনের ভাষা বুঝে। কিভাবে এদেশের মানুষকে সুখে শান্তিতে এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আবুল খায়ের রুবেল, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, কামরুল হাসান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, মশিউর রহমান, রিপন পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাগর-রুনি হত্যা মামলা:

টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে।

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সাগর-রুনির পরিবারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়। পরে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পিবিআই প্রধানকে আহ্বায়ক করা হয়।

টাস্কফোর্সের অন্য তিন সদস্য হলেন— পুলিশ সদর দপ্তর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন করে দুজন এবং র‌্যাব থেকে পরিচালক পদমর্যাদার একজন।

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

ফিলিস্তিনি বন্দিদের লাশে নৃশংস নির্যাতনের চিহ্ন, ভয়ংকর তথ্য প্রকাশ গার্ডিয়ানের

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
ফিলিস্তিনি বন্দিদের লাশে নৃশংস নির্যাতনের চিহ্ন, ভয়ংকর তথ্য প্রকাশ গার্ডিয়ানের

গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির পর সেখানে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন, বেআইনি হত্যাকাণ্ড ও সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি সামরিক বন্দিশালা ‘সেডিতিমান’ থেকে ফেরত আসা ১৯৫ জন ফিলিস্তিনি বন্দির লাশে নৃশংস নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, ফেরত পাওয়া লাশগুলোতে হাত-পা বাঁধা, চোখ বেঁধে রাখা এবং কাছ থেকে গুলির চিহ্ন দেখা গেছে— যা প্রমাণ করে তারা বন্দি অবস্থায়ই হত্যা হয়েছেন। খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকেরা আরও জানান, কয়েকটি লাশ ইসরাইলি ট্যাংকের চাকার নিচে পিষ্ট হওয়ারও প্রমাণ পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মুনির আল-বার্শ বলেন, “লাশের ব্যাগে থাকা নথি দেখে মনে হচ্ছে এগুলো নেগেভ মরুভূমির সেডিতিমান সামরিক বন্দিশিবির থেকে আনা হয়েছে।”

লন্ডনভিত্তিক গার্ডিয়ান তাদের প্রতিবেদনে চিকিৎসা সনদ, গোপন ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তুলে ধরে জানিয়েছে— ইসরাইলি সেনাদের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধের নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক মরিস টিডবল-বিন্স এসব ভয়াবহ তথ্যের ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভুক্তভোগীদের পরিচয় নির্ধারণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ তদন্ত অপরিহার্য।”

এদিকে ২০ মাস ইসরাইলি কারাগারে বন্দি থাকা এক ফিলিস্তিনি সাংবাদিক জানিয়েছেন, বন্দিদের শীতল আবহাওয়ায় নগ্ন অবস্থায় রাখা হতো, তাদের হাত ও চোখ বেঁধে টানা ১০০ দিন ধরে আটক রাখা ও কুকুর দিয়ে নির্যাতন করা হতো।

মানবাধিকার সংস্থা ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুর হার নজিরবিহীনভাবে বেড়েছে। সংস্থাটির মতে, গত দুই বছরে তারা ইসরাইলি আটক কেন্দ্রে পরিকল্পিত নির্যাতনের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্টভাবে লঙ্ঘন করে।

সংস্থাটি আরও বলেছে, “নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এখনই একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্ত শুরু করা জরুরি, নইলে এসব অপরাধের দায় এড়ানোর সুযোগ তৈরি হবে।”