খুঁজুন
শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ, ১৪৩২

পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ

আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ারকে বকেয়া অর্থের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কোম্পানিটি। এই বকেয়া অর্থ বাংলাদেশ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছেন আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা।

২০১৭ সালে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার। তবে গত বছরের আগস্টে এক ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়ন শুরু হয়। যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও।

এরপর এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কোম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেছেন, বকেয়াসহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ঝা বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।

তিনি আরো বলেন, আমরা আশাবাদী যে বাংলাদেশ শুধু বর্তমান বিলই পরিশোধ করবে না। বরং পুরোনা পাওনাও মিটাবে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পূর্ণ বিলের মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

কচুয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
কচুয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

Oplus_131072

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাচার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিত ডাক্তার, পাথৈর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোবারক হোসেন, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক নবীর হোসেন, কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান প্রধান, সদস্য ফয়েজ উল্লাহ, কড়াইয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাব্বির মিয়াজী।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে চাঁদপুর সদর থানার মামলায় ও কচুয়া থানার পৃথক পৃথক মামলায় ৯ জনকে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকে ন্যূনতম শিক্ষাটুকু না দিলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
প্রাথমিকে ন্যূনতম শিক্ষাটুকু না দিলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ন্যূনতম শিক্ষাটুকু না দিতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো- শিশুরা যেন মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারে; মনের ভাব প্রকাশ করতে পারে; কথা বলতে ও লিখতে পারে। গাণিতিক ভাষায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ বুঝতে পারবে। মিনিমাম এটুকু হলে বাংলাদেশ পাল্টে যাবে। কিন্তু আমরা যদি প্রাইমারি স্কুলে এগুলো করতে না পারি, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পিটিআই অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষাবিষয়ক বিভাগীয় সেমিনারে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক স্কুলে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণগত দিকগুলো শিখে থাকে। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এসব বিষয় খুব সুন্দরভাবে শিশুরা শিখতে পারে।

শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই নিজের স্বার্থেই আমাদের ভূমিকাটা আমাদের পালন করতে হবে। আমাদের শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে আমাদের দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ৫০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার।

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কচুয়া পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন প্রধানের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কচুয়া বিশ্বরোড এলাকায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন বের করা হয়।

কচুয়া ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা কাউন্টারের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সফিকুল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রবিউল হোসেন রুবেল, যুবদল নেতা সুজন, শরীফ, শ্রমিকদল নেতা লালু, ও স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য যে, বুধবার রাতে বালিয়াতলী গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিল্লাল প্রধানের পুত্র রিফাত হোসেন কড়ইয়া পূর্ব পাড়া ফজল হক মিয়ার বাড়ির সামনে ট্রাকের বালু নামাতে গিয়ে ধুলা পড়াকে কেন্দ্র করে স্থানীয় শ্রাবনসহ কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে বিল্লাল হোসেন এগিয়ে আসলে তার উপর উশৃঙ্খল যুবক শ্রাবনের নেতৃত্বে একই এলাকার শাহাদাত হোসেন, আকাশ, শের আলী, সুমন ও আজিজ বেশ কিছু লোকজন অতর্কিত হামলা চালিয়ে বেধম মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন।