চাঁদপুরে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মামনি সংহিতা দেবীর পুণ্য মহাসমাধি দিবস


অখন্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং তার সুযোগ্য মানস কন্যা মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর মহাসমাধি স্মৃতি দিবস অত্যন্ত ভাবগম্ভীর ও সাত্তিকতা বজায় রেখে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে। রবিবার ভোরে ঊষা কীর্তন, সকাল মঙ্গল শঙ্খধ্বনি, শ্রী শ্রী অখন্ড সংহিতা পাঠ, শ্রী শ্রী সমবেত উপাসনা, ব্রাহ্মগাযাত্রী গীত নীরব মহানাম জপযগ্য এবং হরিওম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
দুপুরে অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তার মানষ কন্যা মহা সন্ন্যাসিনী শ্রী শী মামনি সংহিতা দেবীর মহান আদর্শ ও স্মৃতিচারণ সভা। সভায় সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র দাস ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনের সম্মানিত সহ-সভাপতি শ্রী তাপস কান্তি সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক চরিত্র গঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা কাজী শাহাদাত, চাঁদপুর হরি বলা সমিতির সভাপতি শ্রী অজয় কুমার ভৌমিক, চৌদ্দগ্রাম সরকারি প্রাক্তন অধ্যক্ষ রঞ্জিত কুমার বনিক, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রী কানুলাল দাস।
শ্রী শ্রী অখন্ড সংহিতা থেকে পাঠ করেন অঞ্জন দাস।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর অযাচক আশ্রমের সদস্য শ্রী প্রণব কুমার সাহা। অনুষ্ঠানে অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট্রির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, আপুর কুমিল্লা ঢাকা চাঁদপুর কুমিল্লা ঢাকা ফেনী চট্টগ্রামসহ বাংলাদেশ থেকে অসংখ্য ভ্রাতা ভক্তি উপস্থিত ছিলেন।
দুপুর প্রসাদ বিতরণ ও শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন