কচুয়ার সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম নিয়োগ সম্পন্ন


কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সাচার নূরানীয়া হাফিজিয়া এতিমখানায় দক্ষ ইমাম নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে মসজিদে উপস্থিত প্রার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। পরে যাচাই বাছাই শেষে একজন প্রার্থীকে এ প্রতিষ্ঠানের ইমাম হিসেবে বিবেচিত করা হয়।
এসময় সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন মাষ্টার, সেক্রেটারি ও আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জি.এম আব্দুল মান্নান, যুগ্ন সাধারন সম্পাদক ফারুক হোসেন, ডায়মন্ড হসপিটালের চেয়ারম্যান ও এতিমখানার সেক্রেটারি সফিকুল ইসলাম সবু, প্রচার সম্পদাক দেলোয়ার হোসেন দুলাল, ক্যাশিয়ার শাহজাহান মাষ্টার, সদস্য আমির হোসেন মুন্সী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন