কচুয়ায় বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ৮০নং বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার দুপুরে বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভিন সুলতানা।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আল মাসুদ গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বশির উল্লাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ রেহানা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল, আলমগীর হোসেন, বোরহান উদ্দিন মিয়াজী, হারুনুর রশিদ, কামাল হোসেন মুন্সী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, সমাজসেবক ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন