মতলব উত্তরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
 
                                                                    
মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে জামায়তের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিরবাজারে গণসংযোগসহ বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে পথসভা করেছেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।
বাগানবাড়ি ইউনিয়ন জামায়াত কর্তৃক আয়োজিত উক্ত পথসভায় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবদুল মান্নানকে ফুল দিয়ে জামায়াতে বরণ করে নেন ডাক্তার আবদুল মোবিন। জামায়াতের সাথে একাত্মতা প্রকাশ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ডাক্তার আবদুল মান্নান।
জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তরের আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, রোবেল মোল্লা সহ জামায়াতের অসংখ্য নেতাকর্মী।
এরপর ডাক্তার আবদুল মোবিন সাদুল্যাপুর ইউনিয়নে পথসভাসহ চৌমুহনী বাজারে গণসংযোগ করেন।
এরপর তিনি মোহনপুর ইউনিয়নের হানিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে জুমার বয়ান করেন। শুক্রবার বিকেলে মোহনপুর ইউনিয়নের টেক্কারপোল খালপাড় সংলগ্ন মসজিদ, জহিরাবাদ ইউনিয়নের পাচানী কেনেল সংলগ্ন মসজিদ এবং এখলাশপুর ইউনিয়নর শাঁখারীপাড়া আইডিয়েল একাডেমিতে পথসভা করেন।
উক্ত পথসভায় তিনি বলেন, নামাজ রোজা, হজ্ব ও যাকাত না দিয়েও একজন ব্যক্তি সরাসরি জান্নাতে যেতে পারে সরাসরি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মধ্য দিয়ে। সুতরাং দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর হুকুম আহকাম প্রতিষ্ঠায় প্রয়োজনে দিলের মধ্যে শহীদ হওয়ার তামান্না রাখতে হবে।
এসময় তিনি ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিনবাসীর নিরাপত্তা রক্ষায় আল্লাহর সাহায্য কামনা করেন। এছাড়াও মুসলিম বিশ্বকে তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মতামত লিখুন