খুঁজুন
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র, ১৪৩১

ফরিদগঞ্জ পূর্ব কাছিয়াড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

তারেক রহমান তারু
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জ পূর্ব কাছিয়াড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে প্রবাসী হারুন বেপারীর মেয়ে হুমায়রা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রবাসী হারুন বেপারী ও সাথী আক্তার দম্পতির দুইটি সন্তান। বাবা বিদেশে থাকায় মা নিজেই দুই সন্তানকে আগলে রেখেছেন।

মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশু হুমায়রা খেলাধুলায় ব্যস্ত ছিল। একসময়ে সকলের অগোচরে সে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা আক্তারকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবির বার্ষিক মিলাদ ও দোয়া

মোঃ ইউসুফ বেপারী
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবির বার্ষিক মিলাদ ও দোয়া

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সোমবার সকালে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরর্তেজা কামাল।

‎বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল আমিন মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপির চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্লাহ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক পরিচালানা পর্সদের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক কবির হোসেন, কাজী মনিরুল হক, মোজাম্মেল হক কাজল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল হক মোল্লা মানিক, দাতা সদস্য মোস্তফা কামাল মিয়া, অভিভাবক এনামুল হক পাটোয়ারী, সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম মজুমদার, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ রায়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা এটি হোসাইন আহমেদ তালুকদার। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

‎এসময় রাজনীতিবীদ বিল্লাল হোসেন সাহেব, সাবেক অভিভাবক সদস্য কামরুজ্জামান সেলিম ও আলী মুন্সীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কচুয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিককে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
কচুয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিককে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা

নিহত প্রেমিক তুষার।

চাঁদপুর কচুয়ায় রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক প্রেমিক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত প্রেমিক ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে তুষার।

ঘটনাসূত্রে জানা যায়, উপজেলার ১১ নং গোহট (দঃ) ইউনিয়নের রাজাপুর গ্রামের ফিমা আক্তার নামে একজন তরুণীর সাথে দীর্ঘ দিন তুষারের প্রেমের সম্পর্ক ছিল। রবিবার রাতে ওই তরুণী প্রেমিক তুষারকে বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে বেধরক মারধর করে। জ্ঞানহীন অবস্থায় তুষারকে তার মা’র কাছে তুলে দেন প্রেমিকা ফিমা আক্তারের পরিবার।

পরে তুষারের মা তাকে ওই অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।আমি ঘটনাস্থলে এসে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন কে আটক করতে সক্ষম হয়েছি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরণ দেখে প্রশংসা করেন। সেই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। যা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

অতীতে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হচ্ছে।

লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন কনস্টেবল রিয়াদ হোসেন।

এ ঘটনার পর রিয়াদ গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এমতাবস্থায় তাদের বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসাররা বোঝান, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। তো তাদের (আন্দোলনকারীদের) বোঝানো হয়, যেন সচিবালয়ে প্রবেশ না করে। কিন্তু বুঝিয়ে তাদের দমন করা যাচ্ছিলো না। সিনিয়র স্যাররা ছিলেন, তাদের নির্দেশনায় আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সম্পূর্ণ কম বলপ্রয়োগ করে যেন কারও ক্ষতিসাধন না হয়।

তিনি আরো বলেন, আমি রাস্তায় আঘাত করে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে আঘাত করে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করি।

জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ থেকে পাওয়া প্রশিক্ষণ থেকেই তিনি এমনটি করেন বলে জানান রিয়াদ।