ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে প্রবাসী হারুন বেপারীর মেয়ে হুমায়রা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রবাসী হারুন বেপারী ও সাথী আক্তার দম্পতির দুইটি সন্তান। বাবা বিদেশে থাকায় মা নিজেই দুই সন্তানকে আগলে রেখেছেন।
মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশু হুমায়রা খেলাধুলায় ব্যস্ত ছিল। একসময়ে সকলের অগোচরে সে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা আক্তারকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.