মতলবে ঘাস উৎপাদনে মসজিদে নামাজ আদায় ও বিদ্যালয়ের ক্লাসে বিঘ্ন


মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁওয়ে পুটিয়া আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যায়ের বাউন্ডারি ঘেঁষে গোখাদ্য উৎপাদন শুরু করেছেন স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য এবং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়াজি গং। যার কারনে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে।
সরজমিনে গিয়ে জানা যায় বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে গোখাদ্য (নেপিয়ার ঘাস) উৎপাদনের কারনে স্কুলগামী রাস্তায় চলাচলের ব্যাঘাত ঘটে শিক্ষার্থীসহ ঐ পথে যাতায়াতকারী জনসাধারনের।
এ বিষয়ে বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া ইসলাম ও শাকিল জানায়, এই ঘাসের কারনে বিদ্যালয়ের দক্ষিণ ভবনের ক্লাস রোমে মশকসহ বিভিন্ন প্রকারের পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। কেউ কেউ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। মশা ও পোকা মাকরের ফলে রোমে ক্লাস করাই অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও এই ঘাসের কারনে রাস্তায়ও অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। ঘাস গুলো রাস্তায় এসে গেছে অনেক শিক্ষার্থীর হাত ও গালে পাতা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে এখানে গোখাদ্য উৎপাদন বন্ধ করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে শিক্ষার্থীরা।
এছাড়াও বিদ্যালয়ের পাশেই রয়েছে বাইতুল আমিন জামে মসজিদ সেখানেও নামাজ আদায়কারী মুসল্লীরা অতিষ্ঠ এই ঘাসের কারনে সৃষ্ট মশকজাতীয় পোকামাকড়ের কারেন তাই এখানে এই ঘাস উৎপাদন বন্ধ করা জরুরি বলে মত দিয়েছে স্থানীয় মুসল্লীরাও।
আপনার মতামত লিখুন