ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিল


চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ১৭ রমজান দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার আয়োজনে নেছার মঞ্জিলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হাদিয়ে বাঙ্গাল আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য উত্তরসূরি আলহাজ হযরত মাওলানা শাহসূফী তাহসিন আহমদ ছিদ্দিকী, পীর সাহেব জৈনপুর। সেখানে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনা নগরীতে অবস্থান করছেন। তিনি সকলের কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্ সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.) এর এজাযতে, তার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.) এর দরবার ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
আপনার মতামত লিখুন