কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

oppo_0

কচুয়ায় একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের পুকুরে পড়ে পানিতে ডুবে তারা মারা যায়। নিহত মেহেদী হাছান (৫) উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে এবং জাবেদ (৫) মাসুদ বাবুর্চির ছোট ছেলে।
নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দুই ঘন্টা যাবৎ তাদের কোন খোঁজ ছিল না। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দু’জনকে পানিতে ভেসে উঠতে দেখে হাছানের ফুফু। এটা দেখে তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়, তন্মধ্যে দেখি আমার ছেলে মৃত্যুবরণ করেছে। আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আমার কোন অভিযোগ নাই।
এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে হাসানের বাবা অটোরিকশা চালক আলম বলেন, আমার ছেলে হাছান মাসুদ বাবুর্চির ছেলে জাবেদের সাথে খেলা করছিল। কিছু সময় পর আমার বোন পুকুরে গোসল করতে গিয়ে তাদের দু’জনকে পানিতে ভেসে উঠতে দেখে। তার চিৎকার শুনে এলাকার লোকজন আমার ছেলে হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আমারও কোন অভিযোগ নাই।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন