চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

Oplus_131072

আগামী ১৫ মার্চ চাঁদপুরে ৩ লাখ ৫৭ হাজার ৭শ’ ৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ শাহ মোঃ আমানত উল্লাহ ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের যৌথ পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, ডিবিসির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম। এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৭শ’ ৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৪১ হাজার ৪শ’ ৩১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ১৬ হাজার ৩শ’ ৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২৩৩২টি কেন্দ্র। আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।
আরো জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। আগামি ১৫ মার্চ ১দিন ব্যাপী সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১০০০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০০০০ আইইউ) খাওয়ানো হবে। গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ছিল ৪১ হাজার ৪শ ৩১ জন, ভিটামিন প্রাপ্ত হয় ৪১ হাজার ১শ ৮৯ জন, অর্জনের হার ৯৯.৪১%, গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ছিল ৩ লক্ষ ১৬ হাজার ৩শ’ ৪৮ জন, ভিটামিন প্রাপ্ত হয় ৩ লাখ ১৩ হাজার ৭শ’ ৯১ জন, অর্জনের হার ৯৯.১৯%।
কর্মশালার শুরুতে কোরআন তেলওয়াত পাঠ করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের অপারেটর আহসান হাবিব। পরে ভিডিও ডকুমেন্টারীর মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন ডাঃ মালিহা আফসার।
আপনার মতামত লিখুন