চাঁদপুরে ইট ভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান

ইট ভাটায় মোবাইল কোর্ট, জড়িমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ।

কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইট ভাটায় মোবাইল কোর্ট, জড়িমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ এবং প্রধান উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ মো. শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতা আফজাল হোসেন বেপারী ও আক্তার হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের ইটভাটা মালিক মিজানুর রহমান খান, শাহরাস্তির ইটভাটা মালিক হাজী মইন উদ্দিন, কচুয়ার ইটভাটা মালিক নূর নবী চৌধুরী ও সাইদুর রহমান খোকা, হাজীগঞ্জের মহসীন পাটয়ারী, ফরহাদ হোসেন, ফরিদগঞ্জের নুরুল ইসলাম মিঠু, সুলতান আহমেদ খান, জসিম মিজি, মতলব দক্ষিণের জামাল উদ্দি মন্টু প্রমুখ।
সমাবেশ শেষে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, সরকারের উন্নয়নের সাথে আমরা সম্পৃক্ত, ইট ছাড়া উন্নয়ন কাজ করা সম্ভব না। সারাদেশে সাড়ে আট হাজার ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটায় সাথে প্রায় এক কোটি মানুষ ও শ্রমিক জড়িত। এই এক কোটি মানুষের কর্মসংস্থান আমরা ইটভাটার মালিকরা করেছি। এছাড়া এদেশের ইটভাটার মালিকরা ভ্যাট দেয়, ইনকাম ট্যাক্স দেয়, জমির খাজনা দেয়, আয়কর ও উৎস করসহ সরকারের যত ধরনের ভ্যাট রয়েছে তা আমরা দিচ্ছি। এরপর যেভাবে ইটভাটর উপর মোবাইল কোর্ট, জড়িমানা ও ভাটা ভাংচুর করা হচ্ছে আমরা চাইলে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামতে পারি। হরতাল-আবরোধ করতে পারি। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাননীয় উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি করছি। আমরা আশা করছি সরকার আমাদের এই অনুরোধ রাখবেন।
আপনার মতামত লিখুন