ফরিদগঞ্জে মেয়াদহীন আইসক্রীম তৈরী, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


চাঁদপুরের ফরিদগঞ্জে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরেক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার নয়ারহাট বাজার, সদর উপজেলার নানুপুর চৌরাস্তা ও বাঘড়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন আইসক্রিম তৈরি করায় নয়ারহাট বাজারে নোমান আইসক্রিম মালিককে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স রহমান এন্টার প্রাইজ মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন