বুধবার ছারছীনা মাহফিলের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যাবে লঞ্চ


শতাব্দীর ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী ঈসালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ১২ মার্চ বুধবার থেকে শুরু। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ওইদিন সকাল ৮ টায় চাঁদপুর মাদ্রাসা লঞ্চ ঘাট থেকে রিজার্ভ লঞ্চ এম ভি রায়হান-১ ছেড়ে যাবে। ১৪ মার্চ শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লুল আলি) এর সভাপতিত্বে বুধবার বাদ জোহর মাহফিলের উদ্বোধন হবে এবং শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হবে। ৩দিনব্যাপী মাহফিলে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরাম।
ছারছীনা মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ১২ মার্চ সকাল ৮ টায় চাঁদপুর মাদ্রাসা লঞ্চ ঘাট থেকে এম ভি রায়হান-১ রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে। সকল দ্বীনদার মুসলমান ভাইদেরকে প্রয়োজনীয় বিছানা, আসবাবপত্র সঙ্গে নিয়ে লঞ্চে উঠর অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।
উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের মাহফিল ২৭,২৮ ও ২৯ ফালগুন অনুষ্ঠিত হয়। সে মোতাবেক এ বছর ১২, ১৩ ও ১৪ মার্চ ২০২৫ বুধ, বৃহস্পতি ও শুক্রবার পড়েছে।
আপনার মতামত লিখুন