চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য ও সদস্য সচিব হয়েছেন সামছুল আরেফীন খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত চাঁদপুর জেলার ৫১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত নতুন এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন কবির মাঝি, মোঃ এনামুল হক জনি, মাহবুব হাসান বাবু, ফজলুর রহমান পাটওয়ারী, মোঃ মাসুদ আহম্মেদ আখন্দ, ফজলুর রহমান ফজলু, মোঃ মোতালেব মোস্তান, জাকির হোসেন ভুট্টো, মহিউদ্দিন মোল্লা বাবু, সাইফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ মোসলে উদ্দিন মাসুদ বেপারী। নতুন এ কমিটির সদস্য সচিব হয়েছেন সামছুল আরেফীন খান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জি: মোঃ সামাউন কবির গাজী, কাইয়ুম হাসান, মোঃ ইব্রাহীম খলিল, ফাইয়াজ আহমেদ মামুন, কাজী মোহাম্মদ ফয়সাল, এডভোকেট জাবের, এডভোকেট শেখ মোঃ হাছিব, মোঃ আরিফ গাজি, মোঃ হোসনী মোবারক ইমন, আল আমিন গাজি, আবু সুফিয়ান মিয়াজি, মোঃ জাকির হোসেন, আজহার মাহমুদ, আলাউদ্দিন খান, এডভোকেট সানজিদ হাসান সানি, মোঃ আলমগীর হোসেন রুবেল, এডভোকেট রিপন বরকন্দাজ, তসলিম জাহান সবুজ, আব্দুল্লাহ আল মামুন বেপারী, রাসেল আহমেদ আকাশ, হারুন মাঝি, মোঃ দেলোয়ার হোসেন বেপারী, আনোয়ার হোসেন দুলাল, আব্দুল হালিম, মোঃ খন্দকার রিয়াদ হাসান জিকু, নাসির উদ্দিন শুভ, মোঃ কবির হোসেন, আবু ফয়সাল খান, মামুন চৌধুরী, মোঃ রুবেল মাঝি, মোঃ জসিম উদ্দিন মোল্লা, আবু সাইদ মিয়াজী, আব্দুল খালেক ভূঁইয়া, আব্দুর রহিম খান, মোঃ শাহিন হাওলাদার, নুরুল আমিন সোহাগ সরকার, আবু ফয়সাল খান প্রমুখ।
৪ নং যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান পাটোয়ারী নতুন এ কমিটি প্রকাশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও প্রকাশিত কমিটির চাঁদপুর জেলা আহবায়ক, সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে প্রকাশিত কমিটির চাঁদপুর জেলা আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য ও সদস্য সচিব সামছুল আরেফীন খান সাংবাদিকদেরকে যৌথ বিবৃতিতে জানান, প্রকাশিত কমিটি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠন করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। যে কমিটি আগামী দিনে জাতীয় নির্বাচন সহ স্থানীয় সকল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন