চাঁদপুর শহরের কুখ্যাত সন্ত্রাসী প্রিতম গ্রেফতার


চাঁদপুর শহরের কুখ্যাত সন্ত্রাসী প্রিতম ওরফে (ওয়াইফাই) প্রিতমকে কে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে শহরের ছায়াবানি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানা স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত প্রিতম শহরের ছায়াবানি হাজি মহসিন রোড কদমতলা এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধভাবে জমি দখল, অপহরণসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এই সন্ত্রাসীর ভয়ে কেউ মুখ খুলতো না। উক্ত সন্ত্রাসী বিগত আওয়ামী লীগ সরকারের কিছু নেতৃবৃন্দের ছত্র-ছায়ায় দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে তার সহযোগীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বিঘ্নে অপরাধ কার্যক্রম চালাতো। পাশাপাশি উঠতি বয়সের যুবক ও কিশোরদের মাদক কেনা-বেচাসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী প্রিতম ও তার সহযোগী সন্ত্রাসীরা গত ১৯ জুলাই ২০২৪ ও ০৪ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি হামলা করলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুরুতর জখমের শিকার হয়। এ অপরাধে সদর মডেল থানায় থানায় প্রিতমের বিরুদ্ধে ১ টি নাশকতার মামলা রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর সন্ত্রাসী প্রিতম অজ্ঞাতস্থানে আত্মগোপন করে। প্রিতম ও তার সহযোগিদের গ্রেফতারে মডেল থানার একটি চৌকস টিম সার্বক্ষণিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসী প্রিতমের গতিবিধি পর্যবেক্ষণ করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার রাতে একদল শান্তিপ্রিয় জনগন তাকে ছায়াবানি এলাকায় ঘুরাফেরা করতে দেখে গনধোলাই দিয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে তাকে ছায়াবানি হতে তাকে গ্রেফতার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া জানান, সদর মডেল থানার একটি নাশকতার মামলায় গ্রেফতারকৃত প্রিতমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন