গন্ধর্ব্যপুরে মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী র্যালী অনুষ্ঠিত


হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে “মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং কে না বলি, দুর্নীতি মুক্ত দেশ গড়ি” স্লোগানে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ র্যালী করা হয়। ইউনিয়নের শতাধিক সমাজসেবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালীটি পুরো ৪নং ওয়ার্ড প্রদক্ষিণ করে।
র্যালী শেষে মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং-এর বিরুদ্ধে বক্তব্য রাখেন, ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম ও বিএনপি নেতা ইসমাইল হোসেন সরকার।
বক্তারা বলেন, বিগত দিনে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় এই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিলেন তারা সাবধান হয়ে যাবেন। এই এলাকায় ১৭ জনের নাম চিহ্নিত করা হয়েছে। যারা সরাসরি মাদকের সাথে জড়িত। সবাই সাবধান না হলে ভবিষ্যতে এর ফল খারাপ হবে বলেও হুশিয়ারি দেন তারা।
র্যালীতে ওই সময় সাবেক যুবনেতা ইউছুফ মিয়া, ৪নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক খোকা মিয়া, সাবেক যুবনেতা মো. তাহের, যুবনেতা মো. নুরু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন