ফরিদগঞ্জে রূপসা জমিদার পরিবারের পক্ষে ইফতার সামগ্রি বিতরণ


মেঘনা পূর্ব পাড়ের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য ও খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব ওয়াকফ্ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী সাহেবা ওয়াকফ্ এস্টেট ও সৈয়দ আব্দুল লতিফ চৌধুরী সাহেব ওয়াকফ্ এস্টেট এর মোতাওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের ইফতার সামগ্রি দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জমিদার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর পক্ষে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, রূপসা আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি তোফায়েল আহমেদ, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, যুবদলনেতা তানভীর আহমেদ নকীব, মিনহাজ হোসেন, বাবুল, জহির, কাউসার, সাইদি প্রমুখ উপস্থিত থেকে এসব সামগ্রি বিতরণ করেন।
বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান।
এসময় তারা বলেন, অসুস্থ থাকার কারণে সৈয়দ মেহেদী হাসান চৌধুরী স্বশরীরে উপস্থিত থাকতে পারেন নি। কিন্তু আপনাদের হক আপনাদের হাতে পৌঁছে দিতে ব্যবস্থা করেছেন। আপনারা যাতে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে একটু হলেও ইফতারি সামগ্রিগুলো দিয়ে উপকৃত হন। একই সাথে মানুষের সেবা করাটা একটি মহতি কাজ। এই কাজগুলো সৈয়দ মেহেদী হাসান চৌধুরী নিজে এখন করছেন এবং তার পূর্ব পুরুষরা করেছেন। তাই মেঘনা পূর্ব পাড়ের রূপসা জমিদারদের এখনো মানুষ শ্রদ্ধা করে।
আপনার মতামত লিখুন